স্টাপ রিপোর্টার নয়ন ঘোষ ঃ
আজ বড় হয়ে যাওয়ার দিন। দায়িত্ব নেওয়ার দিন। আজ সরস্বতী পূজো। পড়ুয়াদের উত্সব। বই-খাতাতে হাত ছোঁয়ানোর বালাই নেই, সব সরস্বতীর জিম্মায়। মেতে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর ঘোষপাড়া।আজ স্কুল বোরিং নয়, সকাল সকাল স্নান সেরে মন্দিরে স্কুলে যাওয়ার হিড়িক। সকাল এগারোটার আগেই পূজো সারতে হবে এবছর। তাই সকাল সকাল স্নান সেরেই অঞ্জলি দিতে বসে পড়া।
ঠাকুর, বিদ্যা দাও। বুদ্ধি দাও বলে, ঠাকুরের কাছ থেকে ভরসা চাওয়া। অথবা পরীক্ষার রেজাল্টটা যেন এবার খুব ভালো হয়, চলছে সেই প্রার্থনা। পঞ্জিকার এই নিদানে আজ ভোর থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে তোড়জোড়। সাড়ে সাতটা আটটার মধ্যেই কোথাও কোথাও হয়ে গেছে অঞ্জলি। আর আজ যে সদ্য কৈশোরে পড়াদের প্রেমেরও শুরুর দিন। আজ শহর, জেলা, গোটা বাংলায় যেন হলুদ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.