বিপ্লব তালুকদার নাটোর জেলা প্রতিনিধি: জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল শুধু খেলার মাঠে নয়, মাঠের বাহিরেও মানুষের মন জয় করেছেন ভিন্ন উদ্যোগে। নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রত্যন্ত হাপানিয়া গ্রামে নিজ অর্থায়নে নির্মাণ করেছেন দৃষ্টি নন্দন একটি মসজিদ। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এ মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। ২০১৫ সালে নাটোরের নলডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের এক নারীর দান করা দুই শতাংশ জমির ওপর একটি মসজিদ নির্মাণ করেন স্থানীয়রা। টিন আর ছনের বেড়া দিয়ে গড়ে তোলেন একটি ওয়াক্তিয়া ছোট মসজিদ। তবে ঝড় বৃষ্টিতে প্রায়ই ক্ষতি গ্রস্ত হতো এটি। পরে বিদেশী একটি সংস্থা মসজিদটি নির্মাণ সাহায্যের আশ্বাস দিয়ে ১ লাখ টাকা হাতিয়ে নেয়। এতে গ্রাম বাসিদের মাঝে হতাশা আরো বাড়ে। ফলে ভাঙ্গা মসজিদেই নামাজ আদায় করতো হতো মুসল্লীদের। এসময় একদিন হঠাৎ করে কমিটির কাছে প্রস্তাব আছে মসজিদ নির্মাণের। তবে সেটা আর কেউ নয়, মসজিদ নির্মাণে এগিয়ে আসে জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। অসুস্থ্য থাকার কারনে খেলার মাঠের বাহিরে থাকলেও গত প্রায় ৪ বছর আগে একটি মসজিদ নির্মাণের ইচ্ছা পোষণ করেছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার। আর সেই ইচ্ছের কথাটাই জানিয়েছিলেন সতির্থ ক্রিকেটার তাইজুল ইসলামের কাছে। তার বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামে। তিনি তামিম ইকবালের ইচ্ছে পূরণের জন্য তার বাবাকে নিজ এলাকার একটি অবহেলিত মসজিদের খোঁজ করতে বলেন। পরে তাইজুল ইসলামের বাবা খুজে পান হাপানিয়া গ্রামের এ মসজিদের হালচিত্র। এদিকে একবার প্রতরণার শিকার হওয়ায় শঙ্কায় ছিলেন গ্রামবাসি আদৌ মসজিদটি নির্মাণ বা সংস্কার হবে কিনা ? তবে দেড় মাসের মধ্যে ঢাকা থেকে প্রকৌশলী পাঠিয়ে মসজিদ নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন। পরে নিজ অর্থায়নে হাপানিয়া গ্রামে ২০২২ সালে একটি পাকা মসজিদ নির্মাণ করে দেন ক্রিকেটার তামিম ইকবাল। এতে ব্যয় হয় প্রায় ৪০ লাখ টাকা। সম্পুর্ণ শহরের আধুনিক মসজিদের আদলে এই অজো পাড়া গ্রামে এ মসজিদটি নির্মাণ করে দেন তিনি। এদিকে তামিম ইকবালের উদ্যোগে নির্মান করা মসজিদের খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে নেট দুনিয়ায় শুরু হয় আলোচনার ঝড়। এখন গ্রামবাসীর কাছে এটি একটি স্বপ্নের মসজিদ। প্রতি শুক্রবার জুমআর নামাজের পর এবং রমজান মাসে ইফতার পুর্ব সময়ে তামিম ইকবালের জন্য করা হয় বিশেষ দোয়া। যুগযুগ ধরে মানুষ তাদের ব্যক্তিগত শখ ও ইচ্ছে পূরণে নির্মাণ করে থাকেন বাগানবাড়ি, রিসোর্ট কিংবা হোটেল রেস্তোরাঁ ও পার্ক। এছাড়া অনেকে গড়ে তোলেন বৃদ্ধাশ্রম, স্কুল, মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন ব্যবসায়ীক স্থাপনা। কিন্তু জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল একটি ভাঙ্গা মসজিদ ফেলে দিয়ে সেখানে গড়ে তুলেছেন দৃষ্টি নন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি জামে মসজিদ। এতে একদিকে তিনি অর্জন করেছেন মানুষের দোয়া ও ভালবাসা। অপরদিকে সর্বত্রই ভাসছেন প্রশংসায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।