রোকন উদ্দিন তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক বিশিষ্ট লেখক সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃত্ববৃন্ধ।
শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পীর হাবিবুর রহমান। এ প্রথিতযশা সাংবাদিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্বজনেরা।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,সহসভাপতি কামাল হোসেন রাফি,সাধারণ সম্পাদক আলম সাব্বির,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া,আতিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক আহমেদ কবির,শামসুল আলম আখুঞ্জি,আবু জাহান তালুকদার,দপ্তর সম্পাদক রুকন তালুকদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলম,আইন বিষয়ক সম্পাদক আলীম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম,সম্মানিত সদস্য ,আবুল কাশেম,রাজন চন্দ সহ সবাই শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে। মৃত্যুকালে স্ত্রী এক পুত্র এক কন্যাসহ অসংখ্য আতয়ী-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা পরে জানানো হবে। মৃত্যুর পূর্বে শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন পীর হাবিবুর রহমান। তাকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তিনি কোভিড আক্রান্ত ও হয়েছিলেন।
গত বছরের অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান।দেশে ফিরে গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর পরামর্শে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.