মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::
বাংলাদেশের মধ্যে প্রথম একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা মোহনপুর গ্রাম থেকে পাখিটি উদ্ধার করা হয়। পাখিটির নাম রাজহংসি ।সাতক্ষীরা সদর উপজেলার নাইম হোসেন জানান, আজ সকালে মোহনপুর গ্রামের নৌখালে পাখিটি উড়ে এসে পড়ে। পরে গ্রামের এক ছেলে পাখিটি আটক করে । পরে সাংবাদিক ইয়ারব হোসেনকে জানানো হয়। সাংবাদিক ইয়ারব হোসেন দ্রুত এসে পাখিটি উদ্ধার করে গ্রামবাসিদের হাত থেকে । তিনি জানান,পাখিটির ওজন ৭\ কেজি।বাংলাদেশ বন্যাপ্রনী অপরাধ দমন ইউনিটের বন্যাপ্রানী পরির্দশক আব্দুলাহ সাদিক জানান,এ পাখিটি বাংলাদেশে প্রথম দেখা পাওয়া গেলো। এটির নাম রাজহংসি। পাখিটি সাইপ্রাস থেকে এসেছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.