স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ
হিন্দু শাস্ত্র মতে ভগীরত গঙ্গা নদীর জল প্রবাহ নিয়ে বাংলাদেশে আশার সময় তর্ত্তিপুর ঘাট এলাকায় শ্মশানের পাশে পৌঁছলে নিম গাছের নীচে জাহ্নবীমনির আশ্রম থেকে তাদের দেবতা জাহ্নবীমনি গঙ্গার জল ভূলবশত পান করে ফেলে। এতে ভগীরত ক্ষুব্ধ হলে জাহ্নবীমনি তার জান কেটে সেই জল বের করে দেয় এবং গঙ্গা মুক্ত হয়। সেই থেকে গঙ্গার এই জল প্রবাহ বলে হিন্দু ধর্মাম্মবলীরা বিশ্বাস করে। আর এই উপলক্ষে এই দিনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পূর্ণ লাভের আশায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তীপুর মহাশ্মশান এলাকায় হিন্দু ধর্মাম্মবলীরা জমায়েত হন। কাজেই এই দিনটি আজ বৃহত্তর রাজশাহী অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র দিন । চন্দ্র মাসের তারিখ হিসাবে প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর পৌরণিক জাহ্নুমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই গঙ্গাস্নান অধিকাংশ বছরই মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী , বান্নি স্নান বলে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.