প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১১:৫৫ এ.এম
শেরপুরে নদী ভাঙনের কবল থেকে ৮শ বিঘা জমি রক্ষাসহ রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

মাসুম বিল্লাহ, বগুড়া বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর, চকসাদী, ম্যাচকান্দি ও ওমরপাড়াসহ চারটি গ্রামের শত শত আবাদি জমি বাঙ্গালী নদীর ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরও প্রায় ৮ শতাধিক বিঘা আবাদি জমি এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামের প্রধান সড়ক। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের সাহেববাড়ী এলাকায় স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন। জানা যায়, ৪টি গ্রামের মানুষের প্রায় ৮ শতাধিক বিঘা আবাদি জমি হুমকি'র মুখে রয়েছে। বিনোদপুর গ্রামের মানুষের ফসল নিয়ে যাওয়ার একমাত্র প্রধান রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে কাঁদা ও খানা খন্দ হয়ে চলাচলের অনুপযোগী হয় রাস্তাটি। মানববন্ধনে অংশ নেওয়া হুমায়ুন কবির বিপ্লব, বাবলু মিয়া, নূর- আমিনসহ অনেক ভুক্তভোগীরা জানান, প্রতি বছর বাঙ্গালী নদীর ভাঙনে জমি হারিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়ছি। যেভাবে জমিগুলো ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এটি রক্ষা না করলে কয়েকটি গ্রামের মানুষের শেষ সম্বল ফসলি জমি অচিরেই শেষ হয়ে যাবে। এছাড়াও সাহেববাড়ী বাঁধ নির্মান হলেও বাঁধের উপর দিয়ে চলাচলের রাস্তাটি মাঠি দিয়ে ব্লকগুলো ঢেকে দেওয়া হয়েছে। এতে করে মাত্র ৮০ থেকে ১০০ ফিট রাস্তার জন্য প্রায় ৫ কিলোমিটার রাস্তা ঘুরে ফসল বাড়িতে আনতে হচ্ছে বিনোদপুর গ্রামের মানুষের। তাই তারা এই মানববন্ধনে অবিলম্বে নদী ভাঙনরোধ ও রাস্তা সংস্কারের জন্য সরকারের কাছে জরুরিভাবে পদক্ষেপের দাবি জানান। ভুক্তোভোগী ছানোয়ার হোসেন জানান, আমার বাবার দেড় বিঘা জমির মধ্যে ১ বিঘা জমি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে । আধা বিঘা জমিও হুমকির মুখে রয়েছে। নদী ভাঙ্গনের দ্রুত পদক্ষেপ না নিলে সবটুকু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ব। মানববন্ধনে আসা এলাকাবাসীর নদী ভাঙ্গন থেকে রক্ষা ও রাস্তা চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানান। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সোহেল রানা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে সরেজমিনে গিয়ে পরিদর্শণ করে অতিদ্রুত সমাধান করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।
কপিরাইট © জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ ২০২৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত