কিশোরগন্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের যানজট নিয়ন্ত্রণে শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ স্পট গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক পুলিশ বক্স এর উদ্বোধন করেন।এরপর করোনা ভাইরাস সচেতনতামূলক সভা ও শ্রমজীবীদের মধ্যে মাক্স বিতরণ করা হয়।সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন,জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম,সডক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব শেখ ফরিদ, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ,ট্রাফিক ইন্সপেক্টর শাহজাহান,হামিদ সহ জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাইটাল বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধনকালে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়নের অংশ হিসেবে গাইটাল বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সর্বসাধারণ উপকৃত হবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.