কেক কাটলেন ইতালির সংসদ সদস্য পিটার ব্রুনার। জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : ইতালির ব্রিকসেল শহরে ২ শতাধিক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে দেশে ও প্রবাসে বাংলা ভাষাভাষী মানুষের আস্থার, নিরপেক্ষ সংবাদের কারনে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের ১১ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। স্হানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিকসেন এর সংসদ সদস্য ও ক্রীড়া মন্ত্রী পিটার ব্রুনার। প্রধান অতিথি যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান, সেই সাথে চ্যানেলটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরো এগিয়ে যাবে বলে আসা ব্যাক্ত করেন। সে সময় বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর সারা দিয়াকোম , যমুনা টেলিভিশনের সহকর্মী জাকির হোসেন সুমন , কমিউনিটি ব্যাক্তিত্ব কামাল হোসেন , আনোয়ার হোসেন , খাঁন খসরু , কমল রাইয়ান , রেহানা হোসেন শিল্পী , পুতুল কবির প্রমূখ।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd