মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা :: সাতক্ষীরা জেলা ট্রাফিক পুলিশ এর নব সংযোজিত বডি অন ক্যামেরার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় শহরের লাবনী মোড়ে সড়কে দ্বায়িত্বে নিয়োজিত ট্রাফিক সার্জেন্ট ও টিএসআইদের মাঝে এই বডি অন ক্যামেরা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বডি অন ক্যামেরা হস্তান্তর করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার ইকবাল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান বলেন,জননিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করছে। বডি অন ক্যামেরার মাধ্যমে সড়কে পথচারী ও গাড়ির চালক আইন অমান্য করেন কিনা, ট্রাফিক পুলিশের আচরণ পেশাগত ও আইনসম্মত হয় কিনা, এসব বিষয় গুলো পর্যবেক্ষণের আওতায় চলে আসবে। সড়কে কর্মরত ট্রাফিক পুলিশ ও চলাচলরত সাধারণের সাথে বেশিরভাগ সময়ই পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে থাকে। এসব ব্যাপারে কম সময়ে সঠিক আইন প্রয়োগ করতে সহজ হবে। অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, সড়ক দুর্ঘটনার কারণ জানতেও সাহায্য করবে এই বডি ক্যাম। একদিকে যেমন ট্রাফিক পুলিশের ভূমিকা স্বচ্ছ হবে সেই সাথে অপরাধের ঘটনায় প্রমাণ সংগ্রহ করাও সহজ হবে বলে উল্লেখ করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ট্রাফিক পুলিশের টি আই এডমিন কামরুজ্জামান বকুল, টি আই আল ফারুক, শাহাবুদ্দিন মোল্লা, শ্যামল চৌধুরী, সার্জেন মুকুল, বাহার, মাহবুব ও কনক প্রমুখ। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টি আই হাসান মল্লিক।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.