রোকন উদ্দিন তাহিরপুর প্রতিনিধি।
৭ ম ধাপে নির্বাচনে তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ২ জন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ছিলেন আতাউর রহমান। অপরদিকে জনতার মনোনীত নাগরিক কমিটির প্রার্থী ছিলেন গন মানুষের নেতা উন্নয়নের রুপকার সদা হাস্যজ্বল যুব সমাজের আইকন জনাব আজাদ হোসাইন। ৭ ম ধাপে নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জনগনের ভোটের লড়াইয়ে অবশেষে বিজয়ের হাসি হাসলেন নাগরিক কমিটির মনোনীত জনতার চেয়ারম্যান আজাদ হোসাইন । তিনি আনারস প্রতীকে ৬১৬২( ছয় হাজার একশত বাষট্টি) ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৪০১ ভোট।
উল্লেখ্য ৭ ই ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনজুরুল হক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ৯টা থেকে ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।সমস্ত ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও গণনা শেষ হয়েছে।
নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আজাদ হোসাইন বলেন আমি জনগনের চেয়ারম্যান, জনগন আমাকে তৈরি করেছে, আমি বালিজুরি ইউনিয়নের জনগনের কাছে চিরকৃতজ্ঞ, কারন তারা তাদের পবিত্র আমানত একটি ভোট দিয়ে আমাকে বিজয়ী করে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন।আমি আমার এই অবিশ্বরনীয় বিজয় বালিজুরি ইউনিয়নের সকল নাগরিকের জন্য উৎস্বর্গ করলাম।আমার ইস্তেহারে বর্নীত সকল কার্যক্রম যথাসাধ্য করার চেষ্টা করে যাবো, আপনারা আমার জন্য দোয়া করেবন, আমি যেন আপনাদের আজাদ হয়ে সারাজিবন থাকতে পারি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.