গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. ২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে নাটোরের গুরুদসপুরে উফশী আউশ, গ্রীষ্মকালীন মুগ, তিল, পাঠ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও ফাহমিদা আফরোজ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার প্রমূখ। জানা যায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ১ হাজার ৪০০ জনকে ১ বিঘা জমির জন্য উফশী আউশ বীজ ৫ কেজি, ডিএসপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি, ২৫০ জনকে মুগ বীজ ৫ কেজি, সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি, ৫০ জনকে তিল বীজ ১ কেজি, ডিএসপি সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি এবং ৬৮০ জন কৃষককে পাট বীজ ১ কেজি, ডিএসপি সার ৫ কেজি ও ৫ কেজি এমওপি বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd