মোঃ সোলায়মান হোসাইন সোহান কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে শারদীয় দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মহানগরীর কাশিমপুরের ৩নং ওয়ার্ডের বারেন্ডা এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান সুমন ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই ওয়ার্ডের হাতিমারা এলাকায় অভিযান চালিয়ে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বলে জানিয়েছেন থানা পুলিশ। জানা যায়, গাজীপুর মহানগরের কাশিমপুরে নামাবাজার এলাকায় গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ক্লাস ফাইভের দুই শিক্ষার্থী মেহেদী হাসান সুমন ওরফে রাকিব ও তার বন্ধু নাজমুল ইসলাম প্রতিমা তৈরির কাজ দেখতে গেলে কারিগররা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। আর সেই ক্ষোভ থেকে প্রতিহিংসার কারণে সন্ধ্যার দিকে প্রতিমার প্যান্ডেলের আশেপাশে লোকজন না থাকার সুবাদে তারা প্যান্ডেলের ভিতরে ঢুকে প্রথমে নাজমুল ইসলাম প্রতিমা ভাঙচুর শুরু করেন। পরে তার দেখাদেখি মেহেদী হাসান সুমন ওরফে রাকিব প্রতিমাগুলো ভাঙচুর করেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে মেহেদী হাসান সুমন ওরফে রাকিব ও নাজমুল ইসলাম। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কিশোর হওয়ায় তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।