মনিরুজ্জামান উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জের দুটি উপজেলার নব-নির্বাচিত ১৬ ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। বুধবার দুপুরের দিকে শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাজিপুর ও তাড়াশ উপজেলার নবনির্বাচিত ১৬ ইউপি চেয়ারম্যান। তাদেরকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ । এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম। আধুনিক ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জন্মনিবন্ধন, বাল্যবিবাহ বন্ধ ও জমির খাজনা খারিজের কাজসহ মাদক প্রতিরোধ, গ্রাম আদালত পরিচালনায় জন প্রতিনিধি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান তিনি। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এ সময় কাজিপুর ১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম, নির্বাচন অফিসার নুুর জাহান খাতুন, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.