স্থান হরিশপুর বাজার। মাগুরা প্রতিনিধি বোরহানউদ্দিন। মাগুরার শালিখায় হরিশপুর বাজারে ৬৫ থেকে ৭০ কেজি মিষ্টি কুমড়া দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। স্থানীয় সূত্রে জানা যায় মিষ্টি কুমড়া বিক্রেতা মোঃ জহির রায়হান বলেন। আমি দীর্ঘদিন কাঁচামালের ব্যবসা করি ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সবজি মাল পাঠায়। চট্টগ্রামের আমার এক বন্ধু জানাই এই কুমড়ার খবর। আর তখন আমি কুমড়া পাঠায় দিতে বলি।দুই দিন পরে গাড়িতে আসে সেই মিষ্টি কুমড়া। তাই গাড়ি থেকে যখন মিষ্টি কুমড়া গুলো নিচে নামায়। তখন আমি কুমড়া দেখে সত্যি অবাক হয়ে যায়।জীবনে এই প্রথম দেখি এরকম এত বড় মিষ্টি কুমড়া। আমি আগে কোন দিন দেখি নাই। বিক্রেতা আরও বলেন আমার কুমড়ার খবর পৌঁছাতে থাকে বিভিন্ন পাড়া-মহল্লায় ও গ্রামে। তাই ছুটে আসে জনগণ। শুধু তাই নয় কুমড়া নিয়ে যখন আমি বাজারে যায় আর তখন প্রায় ১০০ থেকে ১৫০ লোক হাজির হয় এই কুমড়া দেখতে। এ বিষয়ে চাষি ইয়াছিন বলেন আমি দীর্ঘদিন ধরে মিষ্টি কুমড়া চাষ করি এবং দেশি বিদেশি বিভিন্ন জাতের কুমড়া উৎপাদন করি। কিন্তুু এতো বড় কুমড়া আমি কোনো দিন দেখি নাই। তবে কিছু লোকের ধারণা চায়না থেকে এই কুমড়ার বিজ আনা হয়েছে। পরিশেষে বলা যায় এই কুমড়া দেখে এলাকা বাসি আনন্দিত।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.