মমিনুল হক রাকিবঃ অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে রিফাত জিব্রানের ২য় বই ‘১০১ জীবনের শিক্ষা যা মৃত্যুর পূর্বে প্রত্যেকের শেখা উচিত’। অধ্যয়ন প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন আরিফুল হাসান। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইটিতে বাধ্যতামূলক ১০১ জীবনের শিক্ষা, ৭টি অল্প বয়সে বাধ্যতামূলক জীবন শিক্ষা, ২৭টি ভালো মানসিকতা গঠনের জন্য শিক্ষা, ২৫টি সুন্দর কর্ম গঠনে শিক্ষা, ৮টি সম্পর্ক থেকে শেখা জীবন শিক্ষা, ৬টি সুখী থাকতে জীবন শিক্ষা, ৩টি অর্থের প্রেক্ষাপটে জীবন শিক্ষা, ৪টি লক্ষ্য নির্ধারণে জীবন শিক্ষা, ৯টি জীবন দর্শন শিক্ষা, ১১টি ব্যবসার ক্ষেত্রে জীবন শিক্ষা, কেন এসব শিক্ষা অর্জন জরুরি এবং কীভাবে শিখবেন, ১০১ জীবন শিক্ষার উপর ১০১ মনীষীর ছবিসহ উক্তি, ৫৬০টি সাব-পয়েন্টস ও উদাহরণসহ আলোচনা রয়েছে। লেখক জিব্রান তথাকথিত জীবন ব্যবস্থার বাইরে গিয়ে চিন্তা করেন এমন একজন মানুষ। কথাবন্ধু হিসেবেও বেশ জনপ্রিয়তা তাঁর। রিফাত জিব্রান বর্তমানে কাজ করছেন কাতারে অবস্থিত কিউ এফএম বাংলায়। তার প্রথম উপন্যাস ‘গহিরা’ প্রকাশিত হয় শব্দশৈলী প্রকাশনী থেকে। রাজশাহীতে বেড়ে ওঠা রিফাত জিব্রান এসএসসি এবং এইচএসসি শেষ করেছেন। বর্তমানে বিবিএ বিষয়ে পড়াশোনা করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই তৈরি করেছেন বহু জন-সচেতনতামূলক বার্তা,যার উদ্দেশ্য নিজের কল্পনার আকাশটাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দেয়া। বহু সংকটময় পরিস্থিতিতে তাই সে তরুণ প্রজন্মের পাশে থেকেছে বারবার তার চিরচেনা দৃঢ়চেতা আর সাহসী ভূমিকায়। সব সমালোচনাকে সহজভাবে গ্রহণ করে তরুণদের সমৃদ্ধ করেছেন প্রতিনিয়ত।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.