সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি :: ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে থানা পুলিশের অর্থায়নে রাণীশংকৈল উপজেলার সন্ধারই গ্রামের হতদরিদ্র মৃত কাবিলের স্ত্রী মোমেনার জন্য বরাদ্দকৃত বাড়িটির কাজ প্রায় শেষের দিকে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা যায়, অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে চলেন হতদরিদ্র মোমেনা। এতদিনে তার ভাগ্যে জুটেছে বসতভিটা ছিল না কোনো থাকার জায়গা। তিনি নিরুপায হয়ে তার জামাইয়ের বাড়িতে থাকতেন। এখন থানা পুলিশের সহায়তায় বসতবাড়িসহ একটি পাকা ঘর উপহার দিচ্ছে পুলিশ। মোমেনা বলেন, দুঃখে ভরা এ জীবনের শেষ বয়সে এসে পুলিশ আমাকে ঘর দেবে এটা ভাবতেও পারিনি। যে পুলিশ মানুষ ধরে নিয়ে যায়, সে পুলিশ আবার এমন মানবিক কাজ করে এটা জানা ছিল না। আজ আমি খুশিতে আত্মহারা, পুলিশের জন্য দোয়া করব সারাজীবন। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, ব্রিটিশের পুলিশ আর নেই, পুলিশ আইনশৃংখলা রক্ষার পাশাপশি অনেক মানবিক কাজ করে থাকে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.