জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্ঠানে মোনাজাত করছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বিলালুর রহমান জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দেশের হত দারিদ্র ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামীলীগ তথা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
সমাজের অসহায় ভুমিহীন গরিব-দুঃখী সাধারণ মানুষের জন্য বাড়ীঘর নির্মাণ করে দিয়ে তৃর্ণমূল মানুষের উন্নয়নে তাদের মুখে হাঁসি ফুটিয়েছেন। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রতিটি অঞ্চলে স্কুল কলেজ নির্মাণ, ডিজিটাল ক্লাস ব্যবস্থা, আইটি ল্যাব স্থাপন করে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সুযোগ সৃষ্টি করেছেন। গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে অনেক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে আরোহন করছে। একটি মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।
গতকাল ১২ ফেব্রুয়ারী শনিবার জৈন্তাপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বাধন ও ভিত্তিপ্রস্তরস্থাপন উপলেক্ষ পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৫টায় তিনি ৫ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্স এর সম্প্রসারিত ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থার করেন।
দিনব্যাপী পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত আজমেরী হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) মো. আব্দুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, গোয়াইনঘাট সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এখলাছুর রহমান, ডা: আবুল হাসনাত চৌধুরী, মোহাম্মদ আলা উদ্দিন, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুলতান করিম, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, নিজপাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. ইয়াহিয়া, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, উপজেলা কন্টেক্টার ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি এম ইসমাইল আলী আশিক, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাধারন সম্পাদক মাস্টার আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ,উপজেলা আওয়ামী লীগের ত্রানও সমাজকল্যান সম্পাদক জালাল উদ্দীন মেম্বার, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, অর্থ সম্পাদক মো: জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক মো: আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারন সম্পাদক শওকত আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা হানিফ আহমদ, নাজিম উদ্দিন, আব্দুস শুকুর, মাসুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, সহ-সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, প্রেসক্লাবের সদস্য নাজমুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আমিন আহমদ ও রুবেল শরিফ।
এদিকে মন্ত্রী ইমরান আহমদ এমপি সকাল সাড়ে ৯টায় বাগেরখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, ডুবাই জামে মসজিদ উন্নয়ন কাজের উদ্বোধন, লামাশ্যামপুর গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন, শিকারখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, আরএইচডি (সিলেট-তামাবিল) রাস্তার ফুতাউরা গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন, চারিকাটা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন, ওয়াপদা ডাইক হতে বাউরভাগ গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন এবং তেলিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বাধন করেন। অপর দিকে নিজপাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: ইন্তাজ আলী সহ সকল সদস্য বৃন্দ মন্ত্রী মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.