উচ্চ মাধ্যমিকের ফলাফলে এবার পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড; বরাবরে মত সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে।
যশোর বোর্ডে এবার পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। আর সবচেয়ে কম পাস করেছে চট্টগ্রাম বোর্ডে। এ বোর্ডে ৮৯ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
ঢাকা বোর্ডে পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী। আর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন, যা নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম।
ঢাকা বোর্ডের উত্তীর্ণদের মধ্যে ১৯ দশমিক ১০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, আর সিলেট বোর্ডে পেয়েছে ৭ দশমিক ১০ শতাংশ শিক্ষার্থী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।
এক নজরে ফলাফল
বোর্ড | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) |
২০২১ | ২০২০ | ২০১৯ | ২০১৮ | |||||
ঢাকা | ৯৬.২০ | ৫৯,২৩৩ | ১০০ | ৫৭,৯২৬ | ৭১.০৯ | ১৮,১৮৭ | ৬৬.১৩ | ১২,৯৩৮ |
রাজশাহী | ৯৭.২৯ | ৩২,৮০০ | ১০০ | ২৬,৫৬৮ | ৭৬.৩৮ | ৬,৭২৯ | ৬৬.৫১ | ৪,১৩৮ |
কুমিল্লা | ৯৭.৪৯ | ১৪,১৫৩ | ১০০ | ৯,৩৬৪ | ৭৭.৭৪ | ২,৩৭৫ | ৬৫.৪২ | ৯৪৪ |
যশোর | ৯৮.১১ | ২০,৮৭৮ | ১০০ | ১২,৮৯২ | ৭৫.৬৫ | ৫,৩১২ | ৬০.৪০ | ২,০৮৯ |
চট্টগ্রাম | ৮৯.৩৯ | ১৩,৭২০ | ১০০ | ১২,১৪৩ | ৬২.১৯ | ২,৮৬০ | ৬২.৭৩ | ১,৬১৩ |
বরিশাল | ৯৫.৭৬ | ৯,৯৭১ | ১০০ | ৫,৫৬৮ | ৭০.৬৫ | ১,২০১ | ৭০.৫৫ | ৬৭০ |
সিলেট | ৯৪.৮০ | ৪,৭৩১ | ১০০ | ৪,২৪২ | ৬৭.০৫ | ১,০৯৪ | ৬২.১১ | ৮৭৩ |
দিনাজপুর | ৯২.৪৩ | ১৫,৩৪৯ | ১০০ | ১৪,৮৭১ | ৭১.৭৮ | ৪,০৪৯ | ৬০.২১ | ২,২৯৭ |
ময়মনসিংহ | ৯৫.৭১ | ৭,৬৮৭ | ১০০ | ১০,০৪০ | ||||
মাদ্রাসা | ৯৫.৪৯ | ৪,৮৭২ | ১০০ | ৪,০৪৮ | ৮৬.৫৬ | ২,২৪৩ | ৭৮.৬৭ | ১,২৪৪ |
কারিগরি | ৯২.৮৫ | ৫,৭৭৫ | ১০০ | ৪,১৪৫ | ৮২.৬২ | ৩,২৩৬ | ৭৫.৫০ | ২,৪৫৬ |
মোট | ৯৫.২৬ | ১,৮৯,১৬৯ | ১০০ | ১,৬১,৮০৭ | ৭৩.৯৩ | ৪৭,২৮৬ | ৬৬.৬৪ | ২৯,২৬২ |
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে এবার ১১ লাখ ১৫ হাজার ৭০৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়; তাদের মধ্যে ১০ লাখ ৬৬ হাজার ২৪২ জন উত্তীর্ণ হয়েছে।
সাধারণ বোর্ডগুলোর পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৯২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪ হাজার ৮৭২ হাজার জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫ হাজার ৭৭৫ হাজার জন জিপিএ-৫ পেয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.