দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন নলতার চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।অভিযান কালে নলতার জনতা বেকারি এন্ড কনফেকশনারি ও বাজার গ্রাম জরি মুড়ি মিল-এ বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই উৎপাদন কার্যক্রম চালানোর প্রমাণ মেলে। জনতা বেকারি এন্ড কনফেকশনারিতে বিস্কুট, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য এবং জরি মুড়ি মিলে লাইসেন্সবিহীনভাবে মুড়ি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দু’টিকে প্রত্যেকটির ২৫০০ টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অবশ্যই আইন মেনে উৎপাদন ও বিপণন কার্যক্রম পরিচালনা করতে হবে। ছবিঃ কালিগঞ্জ ও চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।