মোঃ রেজাউল করিম, কক্সবাজার। কক্সবাজারে ট্রাফিক পুলিশ সদস্যদের দেয়া হয়েছে ‘বডি ওর্ন’ ক্যামেরা। পর্যায়ক্রমে জেলার ২০ টি ট্রাফিক পয়েন্টে এ ক্যামেরা সরবরাহ করা হবে। এর মাধ্যমে কক্সবাজার ট্রাফিক পুলিশের প্রযুক্তিগত কার্যক্রম আরো এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আজ দুপুরে কলাতলি ডলফিন মোড়ে ট্রাফিক পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর নির্মল দেবনাথসহ পুলিশ সদস্যদের শরীরে এ ক্যামেরার লাগানোর মাধ্যমে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার রাকিব উর রাজ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আমজাদ হোসেন, শওকত হোসেন, তুহিন আহমেদ, মোশাররফ হোসেন খান, সার্জেন্ট ফেরদৌসসহ ট্রাফিক বিভাগের অন্য সদস্যরা। পুলিশ সুপার জানান, এর মাধ্যমে মাঠপর্যায়ে ট্রাফিক পুলিশ ও নাগরিকদের গতিবিধি নজরদারি করা হবে। তাদের কাজের স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত হবে। এতে উভয় পক্ষ উপকৃত হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.