ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বঙ্কিম বাজারে একটি ইলেকট্রিক্যাল দোকানে বড় চুরির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন পর মালিকপক্ষ বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট কর্মচারীকে আটক করে। পরে স্থানীয় মেম্বারের জিম্মায় তাকে পিতামাতার কাছে হস্তান্তর করেছে। ১২ এপ্রিল শনিবার বিষয়টি মালিক পক্ষের নিকট জানাজানি হয়। প্রাপ্য তথ্যে জানা গেছে, ঈদগাঁও বঙ্কিম বাজারে মেসার্স ইউসুফ এন্টারপ্রাইজ নামে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রির একটি দোকান রয়েছে। দোকানটির মালিক জালালাবাদ ইউনিয়নের লরাবাগ গ্রামের মৃত হাজী এমতাজ আহমদের পুত্র আবছার কামাল। এ দোকানে দীর্ঘদিন কর্মচারী হিসাবে চাকুরী করে আসছে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া গ্রামের ছৈয়দুল হকের পুত্র মোঃ মোবারক। মালিক পক্ষের অগোচরে সে দোকানে বিক্রির জন্য আনা বিআরবি ক্যাবলস কোম্পানির সাত কয়েল তার ও স্টককেক চুরি করে বিক্রি করে দেয়। অভিনব উপায়ে তারের ভেতরে টাকা তামাগুলো সে পার্শ্ববর্তী এক যুবকের কাছে বিক্রি করে। প্রতীক কেজি ৯০০ টাকা হারে বিক্রি করেছে বলে সে তদন্তে আসা পুলিশের কর্মকর্তা এস,আই মাহবুবের নিকট স্বীকার করে। দীর্ঘ এক মাস যাবত সে দোকানে এভাবে তার থেকে তামা বের করে বিক্রি করেছে বলে জানিয়েছে। তবে মালিক আবছার কামাল তার দোকান থেকে কয়েক লক্ষ টাকার ইলেকট্রনিক মালামাল চুরি করেছে বলে দাবি করেন। বিষয়টি মালিক জালালাবাদের মেম্বার নুরুল হুদা ও মেম্বার মুজিবুর রহমানকে অবহিত করেন। খবর পেয়ে অভিযুক্ত কর্মচারীর পিতা ও মাতা ঘটনাস্থলে আসেন। তবে এ প্রতিনিধি এবং উপস্থিত পুলিশ কর্মকর্তার নিকট অভিযুক্ত কর্মচারী নিজের কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে বলে, গরিবের সংসার বিধায় লোভের বশবর্তী হয়ে চেয়ে সে এ অপকর্ম করেছে। মালিকপক্ষ তাকে যে শাস্তি দেয় সে তা মেনে নিবে বলে সকলের নিকট স্বীকার করে। সে ভবিষ্যতে এ ধরনের গর্হিত কাজে জড়াবো না বলে জানায়। ঘটনাস্থলে উপস্থিত শওকত আলম শওকত জানান, চুরি ও কর্মচারীকে আটকের খবর পেয়ে আমি থানা পুলিশকে খবর দিয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে আনি। জালালাবাদ ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল হুদা জানান, ঘটনাটির সুরাহা করা হচ্ছে। দোকান মালিক আবছার আরো জানান, উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অভিযুক্ত কর্মচারীকে তার এলাকার স্থানীয় মেম্বার আমির হোছাইনের মধ্যস্থতায় পিতা-মাতার কাছে দেয়া হয়েছে। পুলিশের এস,আই মাহবুব আলম জানান, কর্মচারী যেহেতু অকপটে স্বীকার করেছে এবং ক্ষতিপূরণ দিতে সেও তার পিতা-মাতা প্রস্তুত আছে সেহেতু স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার জন্য উপস্থিত সুধীগণ অনুরোধ জানিয়েছেন। এরপরও দোকান মালিক লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তের পিতা ছৈয়দুল হক ও তাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, দীর্ঘদিন সে এ দোকানে নিষ্ঠার সাথে চাকুরি করে আসছে। হয়তো শয়তান ভর করায় সে এ কাজে লিপ্ত হয়েছে।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd