বিপ্লব পাল, সিলেট:মঙ্গলবার, ০৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর): সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় সিলেটে মোট ৬(ছয়) জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতে ১৫ (পনের) জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ১৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে যার মধ্যে সিলেট জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় ৯২ জন এবং সুনামগঞ্জ জেলায় ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ৫৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। উল্লেখ্য, সিলেট বিভাগে ১ জানুয়ারি থেকে অদ্যাবধি ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ০ (শূন্য) ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।