বিপ্লব পাল,সিলেট মঙ্গলবার, ০৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর): আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য "টেকসই উন্নয়নে পর্যটন"। সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, এনজিও, পর্যটনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও বর্ণিল আয়োজনের মাধ্যমে সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঐদিন সকাল ১০.০০ ঘটিকায় দিবসটি উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সুরমা নদীর তীরে ঐতিহাসিক ক্বিন ব্রীজের নিকট অবস্থিত সারদা হলে গিয়ে শেষ হবে। এরপর সারদা হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী অন্যায় কর্মসূচির মধ্যে থাকবে নগরীর বিভিন্ন জায়গায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ কার্যক্রম, সচেতনামূলক সাইকেল র্যালি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ও ব্র্যান্ডিং পণ্যগুলো নিয়ে প্রদর্শনী। সভায় দিবসটি উদযাপনের মাধ্যমে পর্যটনের প্রয়োজনীয়তা এবং ইকো টুরিজম অর্থাৎ পরিবেশ বিপন্ন না করে পর্যটনের প্রসার বিষয়ে জনগণকে অবহিত করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।