মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::
সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে সিডিও ইয়ুথ টিমের উপকূলীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ই ফেব্রুয়ারি) সাতক্ষীরা শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে, আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার এর সুন্দরবন অভিমুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সিডিও ইয়ুথ টিমের ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ।
সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি মো. আব্দুল করিম তুফান এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল, সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের গোপাল গাইন, শাহআলম ইসলাম বাবু, বাদল হালদার, সুমন জোয়ার্দার, তপস্বী জোয়ার্দার, স্মৃতিময় মৃধা, মো. সাইফুল ইসলাম, মিলন হোসেন, মামুন হোসেন, সুজন হোসেন, বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল, মো. ফজলুল হক, রুবিনা হক রুবি, সুন্দরবনের ট্রলার ব্যবসায়ী মো. আনিছুর রহমান, জি.এম রাবীগ হোসাইন, মো. ফরিদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, ২০০২ সাল থেকে সুন্দরবন দিবসটি পালিত হয়ে আসছে সাতক্ষীরাসহ সুন্দরবন সন্নিহিত জেলাগুলোতে। ১৪ ফেব্রুয়ারিকে তারা সুন্দরবন দিবস হিসেবে পালন করে থাকে। সুন্দরবনকে বাঁচানোই এই দিবস পালনের প্রধান লক্ষ্য। উদ্যোক্তাদের আহবান- আসুন, বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসি। সুন্দরবনকে বাঁচিয়ে রাখি। সেই সঙ্গে সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিও তাদের। দেশের দক্ষিণ উপকূলে অবস্থিত সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এটি এখন বিশ্ব ঐতিহ্য। জগদ্বিখ্যাত এ প্রাকৃতিক সম্পদের অধিকারী হওয়াতে বিশ্বের বুকে বাংলাদেশকে আলাদা করে চিহ্নিত করা যায়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আগলে রেখেছে সুন্দরবন। অনেকটা মায়ের কোলে শিশু যেমন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, তেমনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক বিরাট এলাকা সুন্দরবনকে অবলম্বন করে নিরাপদ রয়েছে। অথচ এই সুন্দরবনের ওপর দিয়ে বারবার ঝড়-ঝাপটা বয়ে যাচ্ছে। সচেতনতার অভাবে এই বিশ্বঐতিহ্য ক্রমেই হুমকির মুখে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সুন্দরবন শুধুমাত্র পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনই নয়, বিশ্বে সুন্দরবনের মত এত সমৃদ্ধ জীববৈচিত্র্য আর কোন বনে নেই। এই জন্যই সুন্দরবনকে বলা হয় ‘জীববৈচিত্র্যের জীবন্ত পাঠশালা’। আমাদের নিজেদের বেঁচে থাকার স্বার্থেই সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে। সুন্দরবন বেঁচে থাকলে সুন্দরবনও বাঁচিয়ে রাখবে আমাদের, মায়ের মতই পরম আদরে।
সরকারের কাছে সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সিডিও ইয়ুথ টিম এর। তারা বলেছেন, ১৫ বছর ধরে একই দাবিতে সোচ্চার সাতক্ষীরাসহ আশপাশের জেলাগুলোর বাসিন্দারা। অচিরেই সরকার এ দাবি মেনে নিবে, এমন আশাবাদই সংশ্লিষ্টদের।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.