বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘যদি প্রযোজকদের ফিরিয়ে আনতে না পারি, তা হলে আমার মুখ থাকবে না।
শনিবার রাতে রাজধানী একটি পাঁচতারকা হোটেলে মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা বলেন তিনি।
অনন্য মামুনের পরিচালনায় ‘মায়ায় বেঁধেছ’ শিরোনামে মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন। এতে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব ও প্রযোজক সমিতির সাবেক নেতা কামাল মোহাম্মদ কিবরিয়া।
‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত তারকা বলেন, ‘আমাদের একসময়ের নামিদামি প্রযোজকরা সিনেমা ছেড়ে চলে গেছেন। শিল্পী সমিতির নির্বাচনের আগে আমি বলেছিলাম— আমরা সবাই মিলে এই জায়গাটাকে এগিয়ে নেব। এখন নির্বাচিত হয়েছি, এখন যদি সেসব প্রযোজককে ফিরিয়ে আনতে না পারি, অন্তত একটি করে সিনেমাও যদি তারা তৈরি না করেন, তা হলে আমার মুখ থাকবে না।’
এ কথা বলেই নির্মাতা অনন্য মামুনকে নতুন কোনো সিনেমা নির্মাণের ঘোষণা দিতে আহ্বান জানান এ চিত্রনায়ক।
ইলিয়াস কাঞ্চনের আহ্বানে সাড়াও দেন অনন্য মামুন। জানান, শিগগিরই তার এই নতুন প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি ছবির ঘোষণা দেবে।
এ সময় নতুন অভিনয়শিল্পীদের প্রতি গুরুত্ব দিতে বলেন ইলিয়াস কাঞ্চন। বলিউড, টালিউডের উদাহরণ টানেন। বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে নতুন নতুন তারকাদের যেভাবে সিনেমায় উপস্থাপন করা হয়, তারা কিন্তু হারিয়ে যান না। সেভাবেই আমাদের চলচ্চিত্রে নতুনদের নিয়ে কাজ করতে হবে। তা হলে আমাদের ভালো ভালো শিল্পী তৈরি হবে, তৈরি হবে ভালো চলচ্চিত্র।’
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.