উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল। তাহিরপুর প্রতিনিধি সুনামগন্জ। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দঃ শ্রীপুর ইউনিয়নের বর্ধিত ঘোরমার হাওরে বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন তাহিরপুর উপজেলার জননন্দিত সদা হাস্যউজ্জল সাদা মনের মানুষ সবার প্রিয় দাদা তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান বাবু করূনা সিন্ধু চৌধুরী বাবুল। আজ ১৪ ই ফেব্রুয়ারি রোজ সোমবার দুপুরে তাহিরপুরের অদুরে বর্ধিত ঘোরমার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাধ পরিদর্শন করেন।পরিদর্শন কালে দেখা যায় অনেক বাধের কাজে মাঠি ফেলে যাচ্ছে কিন্তুু মাঠি দরমুজ করা হচ্ছে না, বাধের গোড়া হতে মাঠি তুলছে,বালি মাঠি দিয়ে বাধ নির্মান করছে, পরিদর্শনকালে সাথে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেশক্লাব সভাপতি ও মনিটরিং কমিটির সদস্য রমেন্দ্র নারায়ণ বৈশাখ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খেলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা ও কৃষক লীগের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খসরূ,উপজেলা প্রেশক্লাব সহঃ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আবুল কাশেম, যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন, যুব মহীলা লীগ সভাপতি আইরিন আক্তার,বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম বাঘা ভাই,নবনির্বাচিত ইউপি সদস্য সহ গ্রামের বিভিন্ন শ্রেনী পেসার মানুষ।পরিদর্শনে গিয়ে বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন আমি উন্নয়নে বিশ্বাসী, জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করছেন আমি তার বার্তাটুকু মানুষের দোয়ারে দোয়ারে পৌছে দিচ্ছি। হাওরের বাধে কোন দরনের অনিয়ম সহ্য করা হবেনা, সে যত বড় মানুষেই হোক না কেন, দ্রূত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে,কোন অনিয়ম হলে আমাকে জানাবেন আমি ব্যাবস্থা গ্রহন করবো। বর্ধিত ঘোরমার ৩৩ নম্বর বাধের কাজ দেখে অসন্তুুষ প্রকাশ করেন এবং পি আইসির সভাপতি কে ডেকে দ্রুত কাজ করতে বলেন পরবর্তীতে কোন অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.