এস.এম.বিপু রায়হান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাদরাসা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণ সহ ০৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে, বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব রেজাউল করিম এর নেতৃত্বে, স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ ০৪ দফা দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। উক্ত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, স্বাধীনতা স্বতন্ত্র মাদরাসা শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সোহেল রানা, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ প্রমূখ। মানববন্ধনে বক্তাগণ বলেন, মাদরাসা শিক্ষকরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা দিচ্ছে। বর্তমান সরকার ধর্মীয় শিক্ষার দিকে সচেতন রয়েছে। ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে অগ্রসর করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছে। কিন্তু স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ছোঁয়া পায়নি। ধর্মীয় শিক্ষাকে আধুনিকায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণসহ চার দফা দাবি করেন। উল্লেখ্য মানববন্ধন টি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.