(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগন শপথ গ্রহন করেছেন। মঙ্গলবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ নাদিম সারওয়ারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। অপরদিকে একইসময় নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,মহিলা ভাইস চেয়ারম্যান শিরীন আকতার, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও রির্টানিং কর্মকর্তা কিশোয়ার হোসেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম,নলডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ। এসময় বক্তারা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের আগামী দিনে যথাযথ দায়িত্ব পালনসহ বাল্যবিয়ে,মাদক ও ইভটিজিংয়ের মত সামাজিক অপরাধ রোধে কাজ করার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.