এস এম ফারুক আহমেদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ- টাঙ্গাইলের সখীপুরে ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে’র সহযোগিতায় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সামিউল বাছির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. কানিজ ইয়াসমীন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি) ডা. একরামুল হক পোল্ট্রি খামারি শফিকুল ইসলাম ও কোয়েল পাখির খামারি শামীম আল মামুন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.