আকরাম আলী, দামুড়হুদা থেকেঃ চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়া আবাসন খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিএডিসি'র মুজিবনগর নেচ প্রকল্পের আওতায় প্রকল্পটির বাস্তবায়নে সাড়ে ১২ লাখ টাকা ব্যয়ে আকন্দবাড়ীয়া বটতলা থেকে ১ কিলোমিটার সরকারী এ খালের পুনঃ খনন কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা বিএডিসি'র সহকারী প্রকৌশলী (সেচ প্রকল্প) খালেদা ইয়াসমিন। মুজিবনগর প্রকল্প কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী খালেদা ইয়াসমিন জানান,ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি কাজে সেচ সম্প্রসারণ করা এ প্রকল্পের লক্ষ্য। খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করা যাবে।সংরক্ষণের এ পানি দিয়ে এক দিকে দেশীয় মাছের প্রজনন ও কৃষি জমিতে জলাবদ্ধতা দুরীকরণ এবং শুকনো মৌসুমে কৃষকরা সেচ কাজে এ পানি ব্যবহার করতে পারবেন। এসময় প্রধান অতিথি খাল পুনঃ খনন যেনো সঠিক ভাবে হয় সেবিষয়ে এলাকার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কনো ধরণের অনিয়ম হলে তৎক্ষনাৎ জানানোর আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.