বিশেষ প্রতিনিধি পঞ্চগড় পঞ্চগড়ে নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (পয়লা বৈশাখ) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ শোভাযাত্রা শেষে অডিটোরিয়াম চত্বরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। এতে পরিবেশিত হয় বাঙালির চিরায়ত লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ, যার মধ্যে ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা ও কারুপণ্য প্রদর্শনী। আনন্দ শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক সাবেদ আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক মহিলা সংসদ সদস্য এ্যাড রিনা পারভিন, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ ও এ্যাড মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বর্ষবরণ উপলক্ষে স্থানীয় নাট্য সংগঠন ভূমিজ, দিশারি নাট্যগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন আয়োজন করে নানান সাংস্কৃতিক পরিবেশনা, যা দিনব্যাপী উপভোগ করেন জেলার সর্বস্তরের মানুষ।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd