হেলাল হোসেন কবিরঃ দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী'র নামে লোক দেখানো অনুষ্ঠান করায় লালমনিরহাটে নতুন করে আলোচনার জম্ম দিয়েছে। জানা যায়, বুধবার (১৬ফেব্রুয়ারি) লালমনিরহাট কালেক্টরেট মাঠে প্রাণী সম্পদ অধিদফতর, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় এবং সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনীর দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন জেলা প্রশাসক আবু জাফর। এই প্রদর্শনী যখন উদ্বোধন করা হয় তখন প্রায় দুপুর দুই ঘটিকা! তার কিছুক্ষণ পরে অর্থাৎ বিকাল চার ঘটিকার দিকে সেই প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান নিয়ে এক হাস্যকর পরিবেশের জম্ম দিয়েছে। সামান্য কিছু সময়ের জন্য সরকারি বরাদ্দ নষ্ট করার বিষয়ে কয়েকজন খামারি বলেন, প্রদর্শনীতে নামে মাত্র ৪০টি স্টোল স্থাপন করে ভাগাভাগির হরিলুট হল আর আর কি! একটি প্রদর্শনী অনুষ্ঠান মাত্র দুই ঘন্টা! এখানেই বুঝা যায় কাকে কাকে পুরুষ্কার দেওয়া হবে তা আগে থেকে ঠিক করে সাধারণ মানুষের চোখে ধূলো দিয়েছে প্রাণী সম্পদ। এই হরিলুটের সাথে সরাসরি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাজিয়া আফরিনের বিষয় সঠিক তদন্ত দাবিও করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলমের কাছে কিছু জানতে চাইলে তিনি সরাসরি বলেন এখানে আমরা যাদের আসতে বলেছি তারাই স্টোলে এসেছে। এর বাহিরে আর কি দরকার!? সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম এর সভাপতিত্বে এই প্রদর্শনী উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌরসভার মেয়র রেজাউল করীম স্বপন, জেলা পোল্ট্রি এসোসিয়েশন-এর সাধারন সম্পাদক শ্রী প্রদীপ চন্দ্ৰ রায়। দুই ঘন্টা পরেই সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.