মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার প্রতিটি উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৮। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে তারা। ভোলা সদর উপজেলার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন র্যাব সদস্যরা। এ সময় তারা পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে আলোচনা করেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে, যে কোনো সময় সরাসরি র্যাবকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা। ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো: শাহরিয়ার রিফাত অভি বলেন,শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোলা জেলার প্রতিটি উপজেলায় র্যাব সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। সনাতন ধর্মালম্বীরা দুর্গা উৎসব যাতে নির্ভয়ে পালন করতে পারেন, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাবের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।