শামিম আহসান এর সাথে সংবাদিক নেতৃবৃন্দের বৈঠক। জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ ঃ ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হল রুমে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত শামীম আহসানের সাথে ইতালিতে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইতালি বসবাসকারী বাংলাদেশীদের পাসপোর্ট সমস্যা সমাধান , দূতাবাস ও সাংবাদিকদের মধ্য সঠিক তথ্য আদান প্রদানে সহায়তা, দেশের শুনাম রক্ষায় ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী চলা সহ বিভিন্ন গুরুত্ব পূর্ন বিযয় নিয়ে আলোচনা করা হয়। সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশীকে সনাক্ত করে মৃতদেহ দেশে পাঠানোর ব্যাবস্হা নেয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ রাষ্ট্রদূত সহ সংস্লিষ্ট সকল কে ধন্যবাদ জানান। বৈঠকে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আই অন টেলিভিশনের ইউরোপ সমন্বয়কারী মনিরুজ্জামান মনির , সাধারন সম্পাদক যমুনা টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠের এসকে এমডি জাকির হোসেন সুমন , বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি গাজী টেলিভিশনের শাহীন খলিল কাউছার , সাবেক সাধারণ সম্পাদক ঢাকা টাইমস এর ইউরোপ প্রতিনিধি কমরেড খন্দকার সহ একাধিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন , নিউজ ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর রিয়াজ হোসেন , আর টিভির আসলামুজ্জামান আসলাম , ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউছুফ আলী । সভায় রাষ্ট্রদূত দূতাবাসের কার্যক্রম সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.