সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি :: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সভাকক্ষে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ‘লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা আ‘লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও আলী শাহরিয়ার, টিএইচ ডা. আ. সামাদ, প্রভাষক সুকুমার মোদক ও প্রশান্ত বসাক, প্রশিক্ষক রুহুল আমিন, এসআই বদরুজ্জামান, রাণীশংকৈল প্রেসক্লাবের (পুরাতন) সভাপতি কুশমত আলী ও ফারুক আহম্মেদ। এছাড়াও হিসাবরক্ষণ, মৎস্য, যুব উন্নয়ন, তথ্য, ফাযয়ার সার্ভিস, পল্লী সঞ্চয় ব্যাংক, সমবায়, খাদ্য অফিসারসহ সংবাদকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী ২৬ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ দেয়ার শেষ তারিখের মধ্যেই টিকা গ্রহণের জন্য ব্যাপক জনসচেতনতামূলক প্রচারসহ টিকা গ্রহণের উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.