লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে দুটি ট্রেনে পৃথক পৃথক অভিযান চালিয়ে আলেয়া বেগম (৬০) নামে নারীকে বডি ফিটিং অবস্থায় ১ কেজি ৯শ গ্রাম গাঁজাসহ আটক করেছে ঢাকা জেলা রেলওয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে ঢাকা -মেট্রো গেন্ডারীয়া থানাধিন মিল ব্যারাক পুলিশ ফাঁড়ি সংলগ্ন ২১ নং বাসার মোসলেম মিয়ার স্ত্রী। তাকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে আটক করা হয়। অপর দিকে ভৈরব ষ্টেশনে তিতাস কমিউটার ট্রেন থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করা হয়েছে। ঢাকা জেলা রেলওয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি)র এস আই ফিরোজ আহমেদ চৌথধুরী জানান, ঢাকাগামী ও চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে আলেয়া নামে নারীকে ১ কেজি ৯শ গ্রাম গাঁজা সহ আটক করা হয় এবং তিতাস ট্রেন থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধারসহ দুটি অভিযানে ৬ কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে একটি নিয়মিত মামলা ও ১ টি সাধারণ ডায়রী করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.