মাসুদ রানা জেলা প্রতিনিধি গাজীপুর গাজীপুরের কাশিমপুর থানাধীন এলাকায় জিরানী বাজারের পাশে একটি ওয়াকসপ গেরেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ২০ ফেব্রুয়ারী দুপুর ১১,৩০ ঘটিকার সময় (জি এম পি) কাশিমপুর থানাধীন চন্দ্রা সাভার মহাসড়ক জিরানী বাজার এন এম সিএনজি সংলগ্ন আগুনে পুড়ে তিনটি দোকান ছাই হয়েছে। প্রত্যক্ষ দর্শীরা জানান, প্রথমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটেছে।এ সময় দুইটি গাড়ির ওয়ার্কসপ এর দোকান ও একটি গাড়ি মেরামতের সরঞ্জামাদি পুড়ে ছাই। এ সময় আগুনে পুড়ে আহত হয়েছেন একজন বলে জানা গেছে। আগুনের খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকার স্বনামধন্য শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান আর,কে নিটওয়্যার লিমিটেড (পলমল গ্রুপের ) ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং ঢাকা রপ্তানি কারক জোন ( ইপিজেড )এর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে তিনটি দোকানের মালামাল সহকারে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক মোঃ জহিরুল ইসলাম জানিয়েছেন। এছাড়া সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন অন্তর্গত কাশিমপুর ৬ নং ওয়ার্ড জিতার মোড় নামক স্থানে আগুনে পুড়ে দুইটি মুদির দোকান বশীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কি করে আগুনের সূত্রপাত ঘটেছে তা সুস্পষ্ট করে এখনো জানা যায়নি। ঘটনা সংবাদে জিএমপি কাশিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক জনাব মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষাধিক টাকা বলে দোকান মালিক গন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.