বিপ্লব তালুকদার নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় চলবিল মহিলা ডিগ্রী কলেজ এলাকায় (নাটোর-বগুড়া মহাসড়ক) সংলগ্নে ফেরিঘাট এলাকায় অবস্থিত সিংড়া পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছেন সেনাবাহিনী। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে সিংড়া ফেরিঘাট এলাকায় অবস্থিত পশু হাটে এঘটনা ঘটে। জানা যায়, পশু হাটে নিয়ম বহির্ভূত ভাবে ৮শত হতো ৯শত টাকা করে অতর্কিতভাবে ইজারা উত্তোলনের অভিযোগের পেক্ষিতে সিংড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে ইজারাদার পৌরসভার নীতিমালা অনুসরণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন ও তাদের কার্যকলাপ নজরদারি করেছেন সেনাবাহিনী। জনসার্থে এধরণের অভিযান অব্যহত আছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd