নিয়াজ মাহমুদ জয়, ভোলা জেলা প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবসে মাতৃভাষার ভাষার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভোলা জেলা ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২’ পালন করেছেন। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আজ (২১ ফেব্রুয়ারী) সোমবার ০৯.০০ ঘটিকায় ভোলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভোলা এর পক্ষ থেকে জনাব নুরজাহান ইসলাম, সভানেত্রী পুনাক ও সহধর্মিণী পুলিশ সুপার ভোলা, পুষ্পস্তবক অর্পণ করে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 'মহিলা ক্রিড়া সংস্থা,ভোলা' এর পক্ষ থেকে সভানেত্রী ও জেলা প্রশাসক ভোলা এর সহধর্মিনী এবং সাধারণ সম্পাদক ও পুলিশ সুপার ভোলা এর সহধর্মিনী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জনাব মোস্তফা নাজনীন তৃষা, সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভোলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.