মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ১'শ ২৫বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসাহিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ মঙ্গলবার বিকালে সাড়ে ৪টার দিকে তাদের আটক করে।আটককৃতরা হলো,গাংনী উপজেলার কাজিপুর গ্রামের বাদিয়া পাড়ার মৃত সুলতানের ছেলে জাকারুল ইসলাম(৪০),একই এলাকার কলেজপাড়ার শাহিদুল ইসলামের ছেলে পলাশ(২৮)। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের বাদিয়াপাড়া এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুলতান মাহমুদ এর নেতৃত্বে এএসআই হেলাল উদ্দিন,এএসআই আহসান হাবীব,এএসআই মাহাতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১'শ ২৫বোতল ফেনসিডিলসহ জাকারুল ও পলাশকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.