এস.এম.বিপু রায়হান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুর কাচারীবাড়ীতে আলোচনা ও দেশাত্ববোধক গানে গানে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে কাচারীবাড়ির বকুলতলায় এ সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর মেরিনা জাহান কবিতা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহরাব আলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. ফকরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা রাকা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্টের আরোজোগ বিশ্ববিদ্যালয়ের প্রফেসের ড. তিসিলা খান মনি। বক্তারা মহান ২১শে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন। একুশের চেতনা ধারণ করেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি আমরা। তারা বলেন, একুশে ফেব্রুয়ারি শোকাবহ হলেও এর গৌরবোজ্জ্বল অধ্যায় পৃথিবীর বুকে অনন্য। কারণ বিশ্বের মধ্যে একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য প্রাণ দিয়েছেন। এছাড়াও বিকেলে বকুলতলায় দেশাত্ববোধক নাচ ও গানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিল্পীরা অংশগ্রহণ করেন। এর আগে, রাত ১২টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।