মোঃ মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৎস্যবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে দেশ এখন মাছে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় মানুষ স্বল্পমূল্যে মাছ ও পুষ্টি পাচ্ছে বলে জানিয়েছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গন ২০২১-২২ আর্থিক সাল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পর আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরর বাস্তবায়নে নিবন্ধিত ১০ জন জেলেদের মাঝে দেশীয় প্রজাতির গরুর বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বিশ্বে ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে। বাংলাদেশে ইলিশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। শুধু ইলিশ নয়, সাগরকেন্দ্রিক অর্থনীতির উন্নয়নে অন্যান্য মাছের দিকেও নজর দিতে হবে। নজর দিতে হবে মৎস্যজীবী মানুষগুলোর জীবনমান উন্নয়নেও। বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ইলিশ মাছের উৎপাদন বাড়াতে বৈজ্ঞানিক গবেষণা, মাছের আবাস ও প্রজননের স্থান রক্ষা, জাটকা ও মা মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। ২৪ লাখের বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ খাতের সঙ্গে জড়িত। এসময় সহকারী কমিশনার (ভূমি) এর সভাপতিত্বে আরো উপস্তিতির ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জু তালুকদার, আ.ন.ম মোঃ শাহ জামাল দুলাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান আবির, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.