বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে কুখ্যাত ডাকাত জুয়েল মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সে দোয়াখানী মহল্লার মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র । মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ) রাতে বানিয়াচং থানার ওসি এমরান হোসেনের দিক নির্দেশনায় থানার এস আই শামছুল ইসলাম,এসআই মনিরুল ইসলাম,এএসআই সাদ্দাম হোসেন ও এ এস আই তোহার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নতুন বাজার থেকে ডাকাত জুয়েল মিয়াকে গ্রেফতরা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি গভীর রাতে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের শুটকি নামক স্থানে একটি ডাকাতি সংগঠিত হয় । ডাকাতারা হবিগঞ্জ চৌধুরী বাজারের আলু ব্যবসায়ী হাফিজুর রহমান ও তার ম্যানেজার বিক্রম শুক্লবৈদ্যকে মাধর করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় । এই ঘঠনায় বানিয়াচং থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। এর পরই অভিযানে নামে পুলিশ । একপর্যায়ে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ডাকাত জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, ডাকাত জুয়েলের বিরুদ্ধে বানিয়াচং থানায় আরো একাধিক ডাকাতি মামলা রয়েছে। বুধবার (২৩ফেব্রুয়ারি) দুপুরে ডাকাত জুয়েল মিয়াকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.