তৌহিদুর রহমান পলাশ, বানিয়াচং প্রতিনিধি : : বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার কার্যকরি কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে পুনরায় গোলাম আকবর চৌধুরী, সাধারণ সম্পাদক পদে পুনরায় আহসান হাবীব মানিক, যুগ্ম সম্পাদক পদে মিটন চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক পদে নির্মল আচার্য এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জু দাস নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু জাফর। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক মখলিছ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচন পর্যবেক্ষণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।