মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বন বিভাগ ও পাড়িয়া ইউনিয়ন পরিষদের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগে কর্তন করা ১৩ টি গাছ ও ১ টি নছিমন জব্দ করেছে। বালিয়াডাঙ্গী থানার পুলিশ। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে থেকে এ সব আটক করে বালিয়াডাঙ্গী থানার পুলিশ । পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল জানান, বন বিভাগ ও ইউপি পরিষদের সহযোগিতায় ২০ বছর পুর্বে তিলকড়া হয়ে ইউলিয়াটলি গ্রামের রাস্তায় রোপন করা ঘোড়ানিম, মেহগনি, নিম, আম ও কাঠাল গাছগুলি কাটা হচ্ছিল অনুমতি না নিয়ে। তবে যারা গাছগুলি কাটছিল, তারাই রোপন করেছে। অনুমতি না নিয়ে কাটার কারণে বালিয়াডাঙ্গী থানার পুৃলিশ সে গুলো অভিযোগের প্রেক্ষিতে জব্দ করেছে। গাছগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জাকির হোসেন বলেন, না জানিয়ে গাছগুলি কেটে বিক্রি করা হচ্ছিল। তাই থানা পুলিশকে খবর দিয়ে গাছগুলি তুৃলে দেওয়া হয়েছে । বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বলেন, অবৈধ ভাবে রাস্তার গাছ কাটার অভিযোগ পেয়ে পুৃলিশ ঘটনাস্থল থেকে ১২ টি গাছসহ ১ টি নছিমন জব্দ করেছে। বন বিভাগের লোকজনকে ঘটনার বিষয়ে অবগত করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেন বালিয়াডাঙ্গী থানায়। মামলার এজাহারে জানা যায়,৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০ তৎসহ ৩৩(১)(ছ)১৯২৭ সালের বন আইনে ৭ জনের নামসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে মামলা করা হয়। আসামিরা হলেন-- ( ১)মোঃ সোহেল রানা(২৮) পিতা : মৃত মনসুর আলী মাতাঃ মোছাঃ মেরিন বেগম, (২)মোহাম্মদ মিলন রানা(২৬) পিতাঃ মোঃ আব্দুর রশিদ মাতাঃ মোছাঃ সেতারা বেগম , (৩) মোঃ হাবিবুর রহমান(৩৭) পিতাঃ মোঃ আব্দুল মালেক মাতা: মোছাঃ রুনি বেগম,( ৪) শ্রী তুষার চন্দ্র(৩২) পিতা: শ্রী ঝরেন্দ্র নাথ মাতা: শ্রীমতি সমিলা রানি, (৫) মোঃ একরামুল(৪৫) পিতা মোঃ আমিরুল হক মাতা মৃত মালেকা বেগম , (৬)মোঃ ফরিদ্র উদ্দিন(৫০) পিতা: মৃত নহুম উদ্দিন, (৭)মোঃ হামিদুল(৪৮) পিতা: মৃত পেরু মোহাম্মদ, সকলের গ্রাম- উত্তর পাড়িয়া থানা- বালিয়াডাঙ্গী , জেলা-- ঠাকুরগাঁও। এছাড়াও ৫/৬ জন অজ্ঞাতনামা করে মামলা দায়ের করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আনাম জানান, ১ জন আসামি আটক করা হয়েছে । বাকি আসামীদের আটকের অভিযান চলছে ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.