মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে ইটবাহি ট্রলি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিখন নামের এক ব্যক্তি গুরুতর আহত । লিখন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ লাইনের সামনে গতিরোধকের উপরে দুর্ঘটনা ঘটে। আহত লিখন ট্রলিচালক এবং গাংনী উপজেলার পোড়া পাড়া গ্রামের সাব্দুল আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কাজী ফার্মের মুরগির বাচ্চা বাহি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-৪২৯৬) মেহেরপুর শহর থেকে গাংনীর দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় একটি ট্রলি মেহেরপুর পুলিশ লাইনের সামনে গতি রোধকের উপর পৌঁছালে কাভার্ড ভ্যানের সঙ্গে ইটবোঝায় ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ট্রলি চালক লিখন (২৫) আহত হয়। সংঘর্ষে কাভার্ডভ্যান এবং ট্রলির ব্যাপক ক্ষতি হয়। আহত লিখনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এদিকে দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক ও সহকারি কাভার্ডভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে মেহেরপুর সদর থানা পুলিশের এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.