মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা:: সাতক্ষীরা তালা উপজেলার শিবপুর গ্রামের রুবেল মোল্লার দুটি কিডনি নষ্ট থাকায় নিজের একটি কিডনি প্রদান করেছেন গর্ভধারিনী মা আনোয়ারা বেগম।বর্তমান ঢাকার শ্যামলী সি,কে,ডি ইউরোলজি হাসপাতালে মায়ের শরীর হতে একটি কিডনী অপসারণ শেষে প্রতিস্থাপনের কার্যক্রম চলমান রয়েছে । তালার শিবপুর গ্রামের মজিবর মোল্লার পুত্র পোল্ট্রি ব্যবসায়ী ও জাতীয় তরুণ পার্টির নেতা রুবেল মোল্লার(২৩) কিডনী জনিত সমস্যা ধরা পরে ৭ মাস আগে। পরে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় তার দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। কিডনী প্রতিস্থাপন না করলে তাকে বাঁচানো সম্ভব নয়। রুবেল মোল্লার পিতার টানাপোড়েন সংসারে ছেলের চিকিৎসা করা সহ কিডনী খুঁজে পাওয়া দুরহু ব্যাপার হয়ে পরে। তখন রুবেলের গর্ভধারিনী মাতা আনোয়ারা বেগম নিজ সন্তান কে বাঁচাতে নিজের একটি কিডনী দিতে মরিয়া হয়ে উঠেন। মাতার এই আকুতিকে আমলে নিয়ে চিকিৎসকরা আনোয়ারা বেগমের পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। পরীক্ষা-নিরীক্ষা অন্তে চিকিৎসরা জানান আনোয়ারা বেগম তার ছেলেকে কিডনী দিতে পারবেন। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ থাকায় দীর্ঘ ৭ মাস অতিবাহিত পুর্বক শুক্রবার(২৫ শে ফেব্রুয়ারী) দুুপুর ২ টা ৫০ মিনিটে কিডনী অপসারণ ও প্রতিস্থাপন করতে অপরেশন থিয়েটায়ে প্রবেশ করানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মা ও ছেলের অপরেশন চলমান রয়েছে।রুবেলের অপারশেন করছেন ঢাকার শ্যামলী সি,কে,ডি ইউরোলজি হাসপাতালের পরিচালক কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাঃ কামরুল ইসলাম সহ বিশেষজ্ঞ টিম। রুবেলের কিডনী জনিত সমস্যা সৃষ্টি হওয়ার পর হতে অপারেশন করতে সাতক্ষীরা জেলার সাবেক জেলা প্রশাসক, জেলা ও তালা উপজেলা সমাজসেবা অফিস, তালা উপজেলা চেয়ারম্যান সমন্বয়ে ৫০হাজার, রুবেলের মামারা, ৫০হাজার,রুবেল এর পিতা মজিবর মোল্যা ৬০ হাজার, পাটকেলঘাটা থানা সমিতি ঢাকা ১০হাজার টাকা সহ রক্ত প্রদানে সহায়তা, ডাঃ আব্দুস সবুর, রফিক খাঁ সাহেব, ১০ হাজার ডাঃ মিঠু সহ অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রুবেলের পিতা মজিবর মোল্লা। এছাড়া রুবেলে চিকিৎসা কার্যক্রম পরিচালনা সহ অপারেশন সম্পন্ন করতে কয়েক লক্ষাধিক টাকা সহায়তা করেছেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি,তালা প্রেসক্লাবের সভাপতি ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এসএম নজরুল ইসলাম। এবং তিনি সর্বক্ষণ তার খোজঁ খবর রাখা সহ অপারেশনস্থলে উপস্থিত আছেন। এদিকে,রুবেলের মা ও রুবেলের জন্য মহান সৃষ্টিকর্তার কৃপাদৃষ্টি কামনা করে বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া করেন মুসুল্লিরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.