এস.এম.বিপু রায়হান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কাঁঠাল গাছে থাকা মৌমাছির চাকে আক্রমণ করে বসে চিল পাখি। এরপর চাকে থাকা অসংখ্য মৌমাছি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। মৌমাছির কামড়ে আহত হন পথচারী থেকে শুরু করে শিশুসহ এলাকার শতাধিক বাসিন্দা। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়কুড়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। মৌমাছির কামড়ে আহত বড়কুড়া গ্রামের আজিজুল হক বলেন, আমি সন্ধ্যার দিকে দোকান বন্ধ করে জামতৈল বাজার থেকে বাড়ি ফিরেছিলাম। এসময় বড়কুড়া দক্ষিণপাড়ায় পৌঁছালে প্রায় শতাধিক মৌমাছি আমার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মৌমাছির কামড়ে আমিসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফাহিম ইবনে সাকলায়েন জানান, সন্ধ্যার পর থেকে মৌমাছির কামড়ে আহত অর্ধশতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনের মধ্যে দুইজনকে হাসপাতালে ও এক শিশুকে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়েছে। রোগী ও তাদের স্বজনদের অতিরিক্ত ভিড়ে রোগীদের চিকিৎসা দিতে আমাদের অনেকটা হিমসিম খেতে হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.