মোঃ হামিদুল ইসলাম রাজারহাট (কুড়িগ্রাম ) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজারের পাশে বিদ্যুৎ তারে ঝুলছে আহাম্মদ আলী আহম্মদ আলী, ছিনাই ইউনিয়ন ৬,৭ও ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত মহিলা সদস্যা মোছাঃ শিউলি বেগমের স্বামী । ২৫ ফেব্রুয়ারি ২০২২ইং এলাকার লোকজনের মধ্যেমে জানতে পারা যায় আহম্মদ আলী পল্লিবিদ্যুৎতের নিয়োগপ্রাপ্ত নির্দিষ্ট লাইনম্যান নয়। কিন্তু পল্লিবিদ্যুৎ এর সকল কাজ কর্ম পল্লিবিদ্যুৎ কর্মীদের সাথেই নিয়মিত কাজ করেন। সেই সুবাদে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে । গতকাল ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় এলাকার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগের কাজ করতে ছিলেন আহম্মেদ আলী, অফিসের সাথে যোগাযোগ রেখে সর্বদাই। সব কাজ সেরে সংযোগ স্থাপন করতে গিয়ে হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে আটকে যান । এলাকা বাসী টের পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ লাইন অফ করে দিয়ে জীবিত উদ্ধার করার পর কুড়িগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে যায় এলাকা বাসী। এখন একটু সুস্থ আছে বলে জানান উক্ত এলাকার উদ্ধারকারীর মধ্যে থেকে ফারুক সহ অনেকেই ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.