বিপ্লব পাল,সিলেট: সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজা উপলক্ষ্যে সিলেটের জৈনপুরে সতীপীঠে মহাঅষ্টমী তিথিতে কুমারী পুজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৬ বছরের কিশোরীকে কুমারীরূপে সাজিয়ে কুমারীপুজা অনুষ্ঠিত হয়। কুমারী পুজা অনুষ্ঠানে হাজার হাজার সনাতনীরা তাকে দেবীর রূপে ঢাক ঢোল কাশর ও উলুধ্বনীর মাধ্যমে কিশোরীকে পুজামঞ্চে নিয়ে আসা হয় এবং গীতা পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে স্বাগত জানানো হয়। শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে কুমারীপুজায় পৌরহিত্ব করেন হরিনারায়ন চক্রবর্তী ও দুলু চক্রবর্তী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক দু’বারের সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ সনাতন ধর্মীয় স¤্রদায়ের নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।